জন্মভূমি রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনায় আগমন উপলক্ষে নগরীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে খুলনা সিটি কর্পোরেশনের কঞ্জারভেন্সি বিভাগ। একই সাথে ডেঙ্গু প্রতিরোধকল্পে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করারও নির্দেশ দিয়েছেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। বুধবার দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে কঞ্জারভেন্সি বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সাথে অনুষ্ঠিত সভায় তিনি এ নির্দেশনা দেন।
সিটি মেয়র বলেন, আগামী ১৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনা সফর উপলে নগরীর প্রতিটি সড়ক পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এ জন্য তিনি কঞ্জারভেন্সি বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। পাশাপাশি সংশ্লিষ্ট সকলের সহযোগিতাও কামনা করেন।
কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আনিসুর রহমানসহ সহকারী কঞ্জারভেন্সী অফিসার মোঃ আব্দুর রকীব, নূরুন্নাহার এ্যানী, মোল্যা মারুফ রশীদ, মো: জিয়াউর রহমানসহ সুপারভাইজারগণ সভায় উপস্থিত ছিলেন।