জন্মভূমি রিপোর্ট : নগরীর লবনচরা থানাধীন রূপসা সেতু সংলগ্ন আছিয়া সি ফুড নামের একটি ব্যাবসা প্রতিষ্ঠানের সামনের সড়কে বালুবাহী ট্রাকের চাঁকায় পিস্ট হয়ে মোঃ তারিক রেজওয়ান শেখ (৩১) নামে এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা দায়ের হয়েছে।
নিহত রেজওয়ান নগরীর খুলনা সদর থানাধীন মাস্টারপাড়া জোড়া খাম্বা এলাকার জনৈক মোঃ আজাদ শেখের ছেলে। তিনি এক বালু ব্যবসায়ীর ম্যানেজার ছিলেন। ময়না তদন্ত শেষে মরদেহ বুধবার বিকেলে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সূত্র জানান, রূপসার পুটিমারি এলাকা হতে মোটর সাইকেল যোগে রেজওয়ান ওই সেতুর নিচের সড়ক দিয়ে শহরে ফিরছিলেন। একটি বালুবাহী ১০ চাঁকার ড্রাম ট্রাকও একই পথে রূপসা সেতুর দিকে আসছিল। মোটর সাইকেল আরোহী ট্রাকটিকে ওভারটেক করার চেষ্টা করছিলেন। তখন ট্রাকটি রেজওয়ানের মাথা পিষ্ট করে দিয়ে চলে যায়। এর আগে মোটর সাইকেলটির ওই ট্রাকের সাথে ধাক্কা লাগে, তখন আরোহী রাস্তার ওপর ছিটকে পড়েন এবং প্রাণ হারান।
লবনচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তৌহিদুজ্জামান দৈনিক জন্মভূমিকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে নিহত ব্যক্তিকে উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। তার আংশিক ক্ষতিগ্রস্ত মোটর সাইকেলটি জব্দ করা হয়েছে।
ঘটনাস্থলের পাশর্^বর্তী স্থান হতে সংগ্রহ করা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজের উদ্ধৃতি দিয়ে থানার ইন্সপেক্টর (তদন্ত) দৈনিক জন্মভূমিকে বলেন, ট্রাকটির রং এবং নাম্বার অস্পষ্ট দেখা যাচ্ছে। যদিও ট্রাকটিকে শনাক্ত করে আটক এবং চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।
নগরীতে ট্রাকের চাঁকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু

Leave a comment