জন্মভূমি রিপোর্ট : নগরীর সোনাডাঙ্গা থানাধীন আন্দিরঘাট এলাকায় এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়ীর ভাড়াটিয়াকে মারধর করে মালামাল ছিনতাইকালে চার জন গ্রেফতার হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে একদল দুর্বৃত্ত প্রথমে ডিবি পুলিশ পরিচয়ে ওই বাসায় প্রবেশ করে। পরবর্তীতে তারা নিজেদের ছাত্র সমন্বয়ক হিসবে পরিচয় দেয়, চাঁদা দাবি করে এবং ভুক্তভোগীকে এলোপাতাড়ি মারপিট শুরু করে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনির যৌথ অভিযানে এ উদ্ধার-গ্রেফতার হয়েছে। এ ঘটনায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের হয়েছে।
আসামিরা হচ্ছেন, বাগেরহাট পিসি কলেজের ছাত্র ফয়সাল মাহমুদ (২৪), সরকারি সুন্দরবন আদর্শ কলেজের ছাত্র মোঃ সালাউদ্দীন (২৬) ও রিফাত পারভেজ রাফি (২১) এবং সরকারি এমএম সিটি কলেজের ছাত্র মাসুদ রানা (২৩)।
পুলিশ জানায়, চার দুর্বৃত্ত ডিবি পুলিশ পরিচয়ে ওই বাড়ীর ভাড়াটিয়া মোঃ ইখতিয়ার উদ্দীন সুমন ঢালীর ঘরে প্রবেশ করে। এরপর তারা দুই লাখ টাকা চাঁদা দাবি করে। তারা নিজেদেরকে সমন্বয়ক পরিচয় দিয়ে ওই ব্যক্তিকে একটি ঘরে আটকে মারধর শুরু করে। ছিনিয়ে নেয়- ওই ব্যক্তির স্ত্রীর স্বর্ণালংকার, একটি ল্যাপটপ ও দুইটি মোবাইল। অন্যদিকে, এলোপাতাড়ি মারপিটের শিকার হওয়া ব্যক্তির আর্তচিৎকারে আশ-পাশের মানুষ ছুটে আসেন, তারা ওই চার জনকে আটকে রেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনির সদস্যদের অবহিত করেন। তখন যৌথ বাহিনির অভিযানে দস্যুদল গ্রেফতার হয়।
সোনাডাঙ্গা থানার ইন্সপেক্টর (তদন্ত) মিজানুর রহমান দৈনিক জন্মভূমিকে বলেন, উদ্ধার হওয়া স্বর্ণালংকার, ল্যাপটপ ও মোবাইল মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে। আসামিদের শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়। পরবর্তীতে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
নগরীতে ডিবি ও সমন্বয়ক পরিচয়ে দস্যুতাকালে গ্রেফতার ৪

Leave a comment