জন্মভূমি রিপোর্ট : নগরীর খালিশপুরের পৃথক দুইটি স্থান থেকে দুই জন দণ্ডাদেশ প্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার হয়েছে। তারা আদালতের দেয়া সাজা পরোয়না মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের অভিযানে তারা গ্রেফতার হয়েছে।
পুলিশ জানায়, থানায় দায়ের হওয়া একটি মামলায় আদালত সুমন মোল্লা (৩১) নামে একজনকে দুই বছর তিন মাস সশ্রম কারাদণ্ড এবং ৯ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। মেঘার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। অপরদিকে, থানায় দায়ের হওয়া আরেকটি মামলায় আদালত মামুন (৩৭) নামে একজনকে ৬ মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। একই সাথে তাকে দুই হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। তাকে নিউজপ্রিন্ট মিল এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।
নগরীতে দু’ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Leave a comment