
জন্মভূমি রিপোর্ট : নগরীর হরিণটানা থানার কৈয়া বাজার এলাকা হতে এক লাখ ৭৮ হাজার জাল টাকাসহ দুই জন গ্রেফতার হয়েছে। সমাগত ঈদুল আযহার পশুর হাটকে টার্গেট করে তারা ওই টাকা বহন করছিল। শনিবার দুপুরে থানা পুলিশের একটি টিম এ উদ্ধার-গ্রেফতার করেছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের হয়েছে।
আসামিরা হচ্ছে, শরিয়তপুর জেলার গোসাইরহাট থানার ধীপুর গ্রামের বাসিন্দা নূর ইসলাম (৭৬) এবং বরিশাল জেলার মুলাদি থানার বালিয়াকান্দি গ্রামের বাসিন্দা হারুন অর রশিদ ওরফে হারুন কবিরাজ (৫০)। রোববার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। পরবর্তীতে আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। থানা পুলিশ এসব তথ্য দিয়েছেন।
হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ খায়রুল বাশার দৈনিক জন্মভূমিকে বলেন, কৈয়া বাজারে চেকপোস্ট বসানো হয়েছিল। তল্লাশি চৌকি অতিক্রমকালে আসামিদের সন্দেহজনক গতিবিধি দেখে পুলিশ আটক করে। তখন তাদের হেফাজত হতে চার বান্ডিল এক হাজার টাকার এবং চার বান্ডিল ৫শ’ টাকার জাল নোট উদ্ধার করা হয়। তারা রাজধানী ঢাকা হতে ওই জাল টাকা সংগ্রহ করে সাতক্ষীরার উদ্দেশ্যে যাচ্ছিল। সেখানকার পশুর হাটে ওই জাল টাকার ব্যবহার করা তাদের উদ্দেশ্য ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এসব কথা স্বীকার করেছে বলে ওসি জানিয়েছেন।