জন্মভূমি রিপোর্ট : কেএমপি পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকৃত ২টি ব্যাটারী চালিত রিক্সা ও ভ্যান, ১টি ডিজেল চালিত স্যালো মেশিন ও চরির কাজে ব্যবহৃত ১টি ব্যাটারী চালিত ভ্যান উদ্ধার করা হয়েছে এবং তিন ছিনতাইকারিকে গ্রেফতার করা হয়েছে।
সূত্র জানিয়েছেন, রোববার রাত সোয়া ১১টায় সোনাডাঙ্গা থানা পুলিশ সিএন্ডবি কলোনী মেইন রোডস্থ আদর্শ প্রাথমকি বিদ্যালয়ের সামনে পাঁকা রাস্তার সামনে ব্যাটারী চালিত রিক্সা ও ৩টি ব্যাটারী উদ্ধার করে। যার মূল্য প্রায় ৫০ হাজার টাক। একই দিন রাত সাড়ে ১০ সোনাডাঙ্গা সিএন্ডবি কলোনী জামে মসজিদের সামনে ডুমুরিয়ার স্বর্ণপাড়া গ্রামের সুরঞ্জন রায় পৌছালে সিএন্ডবি কলোনীর সিদ্দিক হোসেনের পুত্র মোঃ সবুজ হোসেন, আদু হাওলাদারের পুত্র মো. আকাশ ও সালমান ও তাদের ২-৩জন সহযোগি ধারালো চাকু দিয়া বিভিন্ন ধরণের ভয়-ভিতি দেখিয়ে ব্যাটারী চালিত রিক্সা ছিনিয়ে নিয়ে চলে যায়। তার চিৎকার শুনে এলাকার লোক তাদের ধাওয়া করে। পরে সোনাডাঙ্গা থানার টহল পুলিশের এসআই মোঃ সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে এলাকাবাসীর সহযোতিায় ছিনতাইকারি মোঃ সবুজ হোসেনকে গ্রেফতার করে। রাত পৌনে ১২টায় খানজাহান আলী থানার একটি চৌকস টিম ফুলবাড়ীগেট এলাকা থেকে চোর চক্রের সদস্য চান্দু শরীফের পুত্র মোঃ শাহীন শরীফকে গ্রেফতার করে। তার দেয়া তথ্য মতে খুলনা সদর থানার রূপসা বেড়িবাঁধ এলাকায় অভিযান পরিচালনা করে রাত সোয়া ২টায় চোরাইকৃত ব্যাটারী চালিত ভ্যানটি উদ্ধার করা হয়। উল্লেখ্য গত ২অক্টোবর রাত ১১টায় মোঃ লিটন মোল্লা খানজাহান আলী থানায় একটি মামলা করেন। সকাল পৌনে ৬টায় হরিণটানা থানা পুলিশের একটি চৌকস টিম কর্তৃক মোস্তফার মোড় সংলগ্ন সামনে পাঁকা রাস্তার উপর থেকে চোর চক্রের পশ্চিম বানিয়াখামার এলাকার মোঃ রিপন শেখকে ১টি ডিজেল চালিত স্যালো মেশিন ও চুরির কাজে ব্যবহৃত ১টি ব্যাটারী চালিত ভ্যানসহ গ্রেফতার করা হয়। এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা হয়েছে।