জন্মভূমি রিপোর্ট : নগরীর খুলনা সদর ও খালিশপুর থানা এলাকায় পৃথক দুইটি স্থানে মঙ্গলবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে একটি দর্জির দোকানের মালামাল এবং বৈদ্যুতিক খুটি সংযুক্ত উল্লেখযোগ্য পরিমাণ তার পুড়ে গেছে। দুটো দুর্ঘটনাই বৈদ্যুতিক শর্ট সাকিট থেকে সংঘটিত হয়েছে বলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছেন। যদিও এতে কেউ হতাহত হয়নি। ক্ষয়-ক্ষতির পরিমাণ দুই লাখ ১০ হাজার টাকা।
নগরীর আলো সুপার মার্কেটের জনৈক কাজী সরোয়ারের দর্জির দোকান থেকে কাজ শেষ করে কর্মীরা ভোর রাত ৩ টার দিকে বেরিয়ে যান।খবর পেয়ে ভোর সোয়া ৬ টার দিকে টুটপাড়া ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছায়। ১৪ জন অগ্নি নির্বাপণ কর্মী ২০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ততক্ষনে সেখানকার ৫ টি সেলাই মেশিনসহ কিছু তৈরি পোশাক ও কাপড় পুড় যায়। এতে দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ৫ লাখ টাকার মালামাল উদ্ধরি করা সম্ভব হয়েছে। খুলনা ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম এবং স্থানীয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানান, সকাল সাত টার দিবেক গোয়ালখালি এলাকার একটি বৈদ্যুতিক খুটিতে আগুন লাগে। খবর পেয়ে খালিশপুর ফায়ার সার্ভিস স্টেশনের ১৪ জন অগ্নি নির্বাপন কর্মী ছুটে যান। তারা ১৫ মিনিটের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনেন। ওই সময়ের মধ্যে ১০ হাজার টাকার তার পুড়ে যায়। এ দুর্ঘটনায় সংশ্লিষ্ট এলাকা অন্তত আঁধ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল।
নগরীতে পৃথক অগ্নিকান্ডে দু’ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

Leave a comment