জন্মভূমি রিপোর্ট
নগরীতে বিদেশী অস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি নগরীর টুটপাড়া মাওলার মোড়ের মো: আমজাদ হোসেনের ছেলে মো: নাহিদ সরদার (২৫)।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, কেএমপির সদর থানা গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে শুক্রবার রাত সাড়ে ৮টায় নগরীর টুটপাড়া মাওলার মোড়ে অভিযান পরিচালনা করে। এ সময় দু’টি ম্যাগজিন, দু’টি বিদেশী পিস্তল ও একটি গুলির খোসাসহ মো: নাহিদ সরদারকে গ্রেফতার করে কেএমপির সদর থানা পুলিশ। অভিযানে অংশগ্রহণ করে এসআই সুজিত মিস্ত্রি, এএসআই সরওয়ার, এএসআই মাহবুব।
ঘটনার সত্যতা স্বীকার করে সদর থানার ওসি হাসান আল মামুন জানান, অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আজ বেলা ১১টায় সদর থানায় এক প্রেস ব্রিফিং-এর মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
নগরীতে বিদেশী অস্ত্রসহ গ্রেফতার ১
Leave a comment