
নগরীতে পূর্ব শত্রুতার জের ধরে বড় ভাইয়ের দা এর আঘাতে আপন ছোট ভাই ও বোন আহতের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বড় ভাই ও তার সন্তানকে আটক করেছে পুলিশ। সোমবার বেলা ১২টায় নগরীর সাহেবের কবরখানা এলাকার মুড়ি পট্টি গলিতে এই ঘটনা ঘটে। পুলিশ ও আহতরা জানান, পৈত্রিক সম্পত্তি নিয়ে ২০০৪ সাল থেকে বড় ভাই বিকাশ চন্দ্র সরকার ও ছোট ভাই বিষ্ণু পদ সরকারের সাথে দ্বন্দ চলে আসছিল। এই ঘটনায় গতকাল রবিবার খুলনা সদর থানায় অভিযোগ করেন বিষ্ণুপদ সরকার ও বিকাশ চন্দ্র সরকার। অভিযোগের তদন্তে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলা সাড়ে ১১টার তাদের বাড়ীতে যান। দুই পক্ষের সাথে কথা বলে তিনি তাদের জানান, যেহেতু সম্পত্তি নিয়ে দ্বন্দ রয়েছে এবং এ ব্যাপারে আদালতে মামলা চলমান। সেহেতু আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত আপনাদের শান্তি-পূর্ণভাবে বসবাস করতে হবে। এই বলে তিনি বাড়ি থেকে বের হলে নিচে গলির মাথায় আসতে আসতে দুই ভাইয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। তখন বড় ভাই বিকাশ চন্দ্র সরকার ও তার ছেলে রাজিব সরকার দাঁ ও রড নিয়ে ছোট ভাই বিষ্ণুপদ সরকার ও বোন সর্মা সরকারকে আঘাত করে। এতে বিষ্ণুপদ সরকার মাথায় গুরুতর আঘাত পান। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পরবর্তীতে পুলিশ বড় ভাই বিকাশ চন্দ্র সরকার ও তার ছেলে রাজীব সরকারকে আটক করেন। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এই ঘটনায় দুই জন আটক আছেন। ভুক্তভোগী অভিযোগ দিলে আটকৃতদের বিরুদ্ধে মামলা রুজু হবে।

