জন্মভূমি রিপোর্ট : নগরীতে রাজেশ কুমার ঢালী নামে এক ভুয়া দাঁতের ডাক্তারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। প্রশিক্ষণের মধ্য দিয়ে চিকিৎসককে সহায়তা করার কথা থাকলেও ডেন্টিস্ট ব্যবহার করে চিকিৎসা দেওয়ার অপরাধে তাকে ১ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় নগরীর নিরালার মোড়ে স্কলার ডেন্টাল কেয়ারে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহম্মদ আল আমিন। এছাড়া অভিযানে সিভিল সার্জনের প্রতিনিধিসহ আনসার ব্যাটেলিয়নের সদস্যরা সহায়তা করেন।
ভ্রাম্যমাণ আদালতে অংশ নেয়া সূত্রে জানা যায়, রাজেশ কুমার ঢালী দাঁতের চিকিৎসার ওপর ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে। তিনি নামের পাশে বিভিন্ন রকম ডিগ্রি লিখে চিকিৎসা দিয়েছেন। সে কারণে মঙ্গলবার সন্ধ্যায় তার চেম্বারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানে উঠে আসা তার নামের সঙ্গে ডেন্টিস্টের ব্যবহার। সেই সঙ্গে সে যে চিকিৎসা পরিচালনা করছেন, সেই চিকিৎসা দেওয়ার যোগ্যতা তার নেই। অথচ এই বাহারী রকমের ডিগ্রি ব্যবহার করে দাঁতের চিকিৎসার নামে প্রতারণা করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাকে ১ লাখ টাকা জরিমানা করে।