জন্মভূমি রিপোর্ট
বিভিন্ন অপরাধে পাঁচ প্রতিষ্ঠানকে পনের হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। নগরীর আলির ক্লাব মোড় এলাকায় অতিরিক্ত দামে চিনি বিক্রয় ও মূল্য বিহীন কসমেটিকস রাখায় জিসান স্টোরকে দুই হাজার টাকা, গল্লামারী ঝৃষিপল্লি এলাকায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় জাহানাবাদ মেডিকেলকে দুই হাজার, মূল্য বিহীন কসমেটিকস রাখায় সিয়াম কসমেটিকসকে দুই হাজার, বানরগাতি বাজারে অনুমোদনহীনভাবে শিশু খাদ্য বিক্রয় করায় মল্লিক ফার্মাকে পাঁচ হাজার, মূল্য বিহীন কসমেটিকস ও বাসী ফাস্ট ফুড ফ্রিজে রাখায় উসমান বেকারীকে চার হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। অভিযানে সর্বমোট আদায়কৃত জরিমানার পরিমাণ পনের হাজার টাকা। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। ব্যবসায়িদের ক্রয়/বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শণ করতে অনুরোধ জানানো হয়
এবং সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়। অভিযানে সহায়তা করেন সোনাডাঙ্গা থানা পুলিশ ও ক্যাব প্রতিনিধি খুলনা।
নগরীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে পাঁচ প্রতিষ্ঠানের জরিমানা
Leave a comment