জন্মভূমি রিপোর্ট : নগরীর বিভিন্ন স্থানের ১৬ জন মাদক কারবারীর কাছ হতে ২শ’ ১৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৪শ’ ১২ গ্রাম গাঁজা, ৩৫ লিটার মদ ও এক রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার হয়েছে। জব্দ হয়েছে-মাদক বিক্রির নগদ চার হাজার ৩শ’২০ টাকা। সোমবার সকাল ৮ টার পূর্ববর্তী ২৪ ঘন্টায় থানা পুলিশ ও ডিবির অভিযানে এ উদ্ধার-গ্রেফতার হয়েছে। এসব ঘটনায় আটটি মামলা দায়ের হয়েছে।
পুলিশ জানায়, কেএমপি’র অভিযানে মোঃ কামরুজ্জামান মিঠু (২০), মোঃ আমিরুল ইসলাম (৩৫), মোঃ হাফিজুল শেখ (২৪), মোঃ উজির মোল্লা (২৭), রুবেল মুন্সি (৩৫), মোঃ সাগর আকন (২৮), মোঃ সাগর হাওলাদার (২০), মোঃ পারভেজ হাওলাদার (২৩), মোঃ রুহুল আমিন শেখ (২৯), মোঃ জাহিদ খান (২৫), মোঃ রবিউল ইসলাম (২৭), মোঃ ইমরান হোসেন (২৭), মোঃ মানিক শেখ (২৯), মোঃ সুজন জমাদ্দার (২৬), মোঃ সোহেল হোসেন (২৬) এবং মোঃ খোকন শেখ (৪১) নামে ১৬ জন ইয়াবা, গাঁজা, মদ ও পিস্তলের বুলেটসহ গ্রেফতার হয়েছে। আসামিদের আদালতে সোপর্দের পর কারাগারে পাঠানো হয়েছে।