
জন্মভূমি রিপোর্ট : নগরীর তিনটি থানা এলাকার ভিন্ন-ভিন্ন স্থান হতে ৪০ গ্রাম গাঁজা ও ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচ জন গ্রেফতার হয়েছে। বুধবার সকাল ৮ টার পূর্ববর্তী ২৪ ঘন্টায় থানা পুলিশ এবং ডিবির অভিযানে এ উদ্ধার-গ্রেফতার হয়েছে। এসব ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি মামলা দায়ের হয়েছে।
পুলিশ জানায়, খালিশপুরের নয়াবাটি এলাকা হতে রুবেল শেখ (২৫) নামে একজন গাঁজাসহ গ্রেফতার হয়েছে। একই থানাধীন বড় বয়রা পালপাড়া এলাকা থেকে কাজী মিলন (৩৮) নামে আরেকজনকে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। দৌলতপুর থানার দফাদারপাড়া এলাকা হতে জাহিদুল ইসলাম (২৫) নামে একজন ১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছে। খুলনা সদর থানার ৫ নং মাছঘাট এলাকা থেকে জাকির হাওলাদার (৩৯) নামে একজন ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছে। একই থানার পশ্চিম টুটপাড়া এলাকা হতে তৈয়েবুর রহমান (২৬) নামে আরেকজন ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছে। আসামিদের আদালতে সোপর্দের পর কারাগারে পাঠানো হয়েছে।