
জন্মভূমি রিপোর্ট : নগরীতে কেএমপির খালিশপুর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩শ’ গ্রাম গাঁজা এবং ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে খালিশপুর থানার হাউজিং এস্টেট ইস্ট ব্লকের মৃত: ওবাইদুল হকের পুত্র মোঃ ইমাম হোসেন (২১) এবং একই থানার ভাসানী স্কুলের পিছনে এলাকার জলিল হাওলাদারের পুত্র মোঃ জয়নাল আবেদীন লিমন (২৫)।
কেএমপি সূত্র জানায়, সোমবার সন্ধ্যা পৌঁণে ৭টার দিকে খালিশপুর থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মেগার মোড় সংলগ্ন ভাসানী স্কুলের পিছনে মুনমুনের বাড়ীর সামনে হতে ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩শ’ গ্রাম গাঁজা এবং ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা রুজু করা হয়েছে।