জন্মভূমি রিপোর্ট : নগরীতে কেএমপির মাদক বিরোধী অভিযানে ৩ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা এবং ৪০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে খালিশপুর থানার ৬/১, বড় বয়রা মধ্যপাড়া মসজিদ রোডের শেখ আব্দুস সালামের পুত্র শেখ আসাদুল আহমেদ ওরফে সাদ্দাম (৩২), একই থানার পিপলস্ পাঁচতলা কলোনীর মৃত: খলিলুর রহমানের পুত্র মোঃ রবিউল ইসলাম রব্বানী (২৬), এবং লবণচরা থানার মোজাহিদপাড়া ২নং গলির মোঃ আকরাম শেখের পুত্র মোঃ আল আমিন শেখ ওরফে জুম্মান (৩০)।
কেএমপি সূত্র জানায়, গত বৃহস্পতিবার ও তার পরবর্তী ২৪ ঘন্টায় মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩ মাদক কারবারিকে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। এ সময় উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৩০ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা এবং ৪০ লিটার চোলাই মদ আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩টি মাদক মামলা রুজু করা হয়েছে।