জন্মভূমি রিপোর্ট : কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ২০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়েছে। এঘটনায় দু’মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
সূত্র জানিয়েছেন, ২৪ ঘন্টায় মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি বসুপাড়া এলাকার মনিরুল ইসলাম মনিরকে লবণচরা থেকে এবং মিরেরডাঙ্গা এলাকার মোঃ হাসান মৃধাকে দৌলতপুর থেকে গ্রেফতার করা হয়। এদের প্রত্যেকের কাছ থেকে ১০০ গ্রাম করে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এঘটনায় পৃথক দু’টি মামলা হয়েছে।