
জন্মভূমি রিপোর্ট : কেএমপি পুলিশ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৭৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০ ফেন্সিডিল এবং ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এ সময় ৫মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
সূত্র জানিয়েছে, ২৪ ঘন্টায় নগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নাজমূল ইসলাম নিশান, মোঃ শাকিল খান, তরিকুল ইসলাম, মোঃ ইব্রাহিম মোল্লা এবং মোঃ আশিক খানকে নগরীর বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়। এ সময় এদের কাছ থেকে ২৭৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০ ফেন্সিডিল এবং ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক ৫টি মামলা হয়েছে।