জন্মভূমি রিপোর্ট : পুলিশ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক উদ্ধার করেছে এবং ৫কারবারিকে গ্রেফতার করে।
সূত্র জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় নগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি মোঃ খুরশিদ আলম, মোঃ লিটন মোড়ল, মোঃ সজিব পেয়াদা, মোঃ মামুন ব্যাপারী এবং মোঃ হাসান শিকদারকে নগরীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। এসময় এদের কাছ থেকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এঘটনায় পৃথক ৫টি মামলা দায়েয় করা হয়েছে।