বিজ্ঞপ্তি : যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফের সহযোগিতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সপ্তাহব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর সোনাডাঙ্গাস্থ মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সুইমিংপুল কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নাজমুল হুসেইন খান। জেলা ক্রীড়া অফিসার মো. বকতিয়ার রহমান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মাসুম বিল্লাহ ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক জিএম রেজাউল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া শিক্ষক জিএম আব্দুল্লাহ, মো. আশরাফ হোসেন, ইউনিসেফের শিউলী মোর্শেদা।
উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ৫০ জন বিশোরীদের নিয়ে সাঁতার প্রশিক্ষণ শুরু হয়। শিশুদের পানিতে ডুবে যাওয়া রোধের জন্য এই প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।