বিজ্ঞপ্তি : আসন্ন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাসান ইফতেখার চালুর বিরুদ্ধে ফের আচারণবিধি লঙ্ঘণের অভিযোগ উঠেছে। প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী আনিসুর রহমান বিশ্বাস শুক্রবার বিকেলে আচারণবিধি লঙ্ঘণের অভিযোগ করলে রিটার্নিং কর্মকর্তা তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।
অভিযোগে বলা হয়েছে, অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন ও প্রশাসানের প্রচেষ্টাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটি বিশেষ মহল গত ৫ জুন মধ্য রাত থেকে ১৬নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে অসংখ্য মোটরসাইকেল ও গাড়ি বহর নিয়ে কাউন্সিলর প্রার্থী হাসান ইফতেখার চালু প্রতীকের শ্লোগান নিয়ে মহড়া দিচ্ছে। যা জনমনে ভীতির সঞ্চার হচ্ছে। গত ৭ জুন রাত ৩টা পর্যন্ত ১৬নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে হাসান ইফতেখার চালুর অসংখ্য মোটরসাইকেল ও প্রাইভেটকার নিয়ে মিছিল সহকারে সন্ত্রাসী কায়দায় মহড়া দিয়ে জনমনে ভীতির সঞ্চার করছে। ওইদিন রাত ১টার সময় নির্বাচনী আচরণবিধি লংঘন করে রায়েরমহল সুলতান মোল্লার মিলের অভ্যন্তরে ডেগ চড়িয়ে ভুরি ভোজের আয়োজন করে নিরীহ ভোটারদের জোর করে সেখানে নেয়ার উদ্যোগ নেয়। বিষয়টি তাৎক্ষনিক পুলিশ বন্ধ করে দেয়। একইদিন এটার দিকে ফারুকিয়া মসজিদ রোড এলাকায় তারা একসঙ্গে বের হয়ে সাধারণ মানুষদের ঘুম থেকে তুলে নানা ধরনের হুমকি দেয়। যারা গেট খোলেননি তাদের বাড়িতে বৃষ্টির মতো ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে। যা রীতিমধ্যে এলাকায় ত্রাস সৃষ্টি করা হচ্ছে। আগামী ১২ জুন ভোট কেন্দ্রে ব্যাপারে প্রশ্ন দেখা দিয়েছে বলে শঙ্কা প্রকাশ করেছেন কাউন্সিলর আনিসুর রহমান বিশ্বাস।