জন্মভূমি ডেস্ক : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রবর্তিত ‘নজরুল পদক-২০২৪’ আগামীকাল প্রদান করা হবে বাংলাদেশ জাতীয় জাদুঘরে।
রোববার (২ জুন) বিকেলে ঢাকায় বাংলাদেশ জাতীয় জাদুঘরে ‘নজরুল পদক-২০২৪’ প্রদান ও ১২৫তম নজরুল জন্মজয়ন্তীর সমাপনী অনুষ্ঠান হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পদকপ্রাপ্তদের হাতে পদক তুলে দিবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।
এবার নজরুল গবেষণায় নজরুল পদকের জন্য নির্বাচিত হয়েছেন- ড. গুলশান আরা কাজী এবং অনুপম হায়াৎ। এছাড়াও নজরুল সঙ্গীতে পাচ্ছেন- সঙ্গীতশিল্পী ডালিয়া নওশিন এবং সালাউদ্দিন আহমেদ।
উল্লেখ্য, ১৯ মে (বুধবার) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করেন উপাচার্য।