হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল : নড়াইলের লোহাগড়ায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে লিজা বেগম (২৬) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) সকালে সাড়ে ১১ টার দিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার কাশিপুর ইউনিয়নের পদ্মবিলা গ্রামের আজিজুর শেখের স্ত্রী।
পরিবারের সদস্যরা জানান, গত শরিবার রাতে প্রচন্ড জ্বরে আক্রান্ত হয় লিজা বেগম। বাড়িতে প্রাথমিক চিকিৎসা নেয়ার পর অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন রোববার দিবাগত রাতে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করে। সোমবার সকালে কর্তব্যরত চিকিৎসক তার ডেঙ্গু পরীক্ষা করার পর তার পজেটিভ রিপোর্ট আসে। এরই মধ্যে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সকাল সাড়ে ১১ টার দিকে তার মৃত্যু হয়।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষের চিকিৎসক ডা.আব্দুল্লাহ আল মামুন ডেঙ্গুতে লিজা বেগমের মৃত্যুও বিষয়টি নিশ্চিত করে সকলকে সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দেন।
নড়াইলের ডেঙ্গুতে গৃহবধুর মৃত্যু
Leave a comment