হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল : নড়াইলের কৃতি সন্তান শামীম আরা রিনি বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন। তাঁর এ সাফল্যে নড়াইলের সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছে। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে নড়াইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম বলেন, নড়াইলের কতি সন্তান শামীম আরা রিনি বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেয়েছেন। এাঁ নড়াইলবাসির জন্য অত্যন্ত গৌরবের বিষয়। তিনি অত্যন্ত সুনামের সাথে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দ্বায়িত্ব পালন করে আসছেন। তার হাতের ছোয়ায় বান্দরবান পার্বত্য জেলার ব্যাপক উন্নয়ন সাধিত হবে বলে আশা প্রকাশ করে মহিয়সী এনারীর জন্য সকলের নিকট দোয়া প্রর্থনা করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শামীম আরা রিনি গত ১৩ জানুয়ারি বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব গ্রহণ করেছেন। শামীম আরা রিনি নড়াইলের লোহাগড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রাজুপুর গ্রামের প্রয়াত এডভোকেট মো: রুহুল কুদ্দুসের কন্যা। পারিবারিক জীবনে তিনি মা, ভাই-বোন, স্বামী এবং দুই সন্তাানসহ সুখী পরিবারে আবদ্ধ। তাঁর এ সাফল্যে নড়াইলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। সেই সাথে তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেছেন। বিশিষ্ট ক্রিড়া ব্যক্তিত্ব এ্যাডভোকেট মুন্সী শাহিন উল্লাহ মোহন বলেন, শামীম আরা রিনি’র এ অর্জন নড়াইলবাসীর জন্য বড় গৌরবের বিষয়। তাঁর নেতৃত্বে বান্দরবান পার্বত্য জেলার উন্নয়ন ও সমৃদ্ধি আরও অগ্রসর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।