হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল : নড়াইলে অটিস্টিক শিশু,কিশোর কিশোরীদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২০২৫ এর আওতায় নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে মঙ্গলবার (১২ নভেম্বর) দিনব্যাপি শিশুদের এ ক্রীড়া ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়।
এ খেলায় ৬৭ জন অটিস্টিক শিশু, কিশোর-কিশোরী অংশগ্রহণ করে। নড়াইলের জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে মঙ্গলবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে এ ক্রীড়া উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শ্রাবনী বিশ্বাস, সঞ্জয় ঘোষ ও রাফিদ মাহবুব আহমাদ, জেলা তথ্য অফিসার মো: রোস্তম আলী। আরোও উপস্থিত ছিলেন নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহকারী সম্পাদক হেমায়েতুল হক হিমু, সিকদার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মনজুরুর রহমান সিকদার পান্নু, নড়াইল পৌর প্রতিবন্ধী বিশেষ শিক্ষা প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মঞ্জুরুল হাসান পলাশ প্রমুখ।
খেলা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় খেলায় অংশগ্রহনকারি অন্যান্য সকল অটিস্টিক শিশুকে জার্সি, দুপুরের খাবার, একটি করে পুরস্কার ও যাতায়াত খরচ প্রদান করা হয়। অনুষ্ঠানে আগত অটিস্টিক শিশু-কিশোররা জেলা ক্রিড়া অফিসার কামরুজ্জামানের ভালোবাসায় সিক্ত হন। যা দেখে উপস্থিত অতিথিবৃন্দ,দর্শক-সহ সকল শ্রেণিপেশার মানুষ মানবিক ক্রিড়া অফিসার কামরুজ্জামানের ভুয়সি প্রশংসা করেন।