হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল : নড়াইলের শেখহাটি তপনভাগ মাধ্যমিক বিদ্যালয়ে আশা শিক্ষা কর্মসূচী’র আয়োজনে মতবিনিময় সভা হয়েছে। আশা শেখহাটি শাখা’র আয়োজনে রোববার (১৯ মে) শেখহাটি তপনভাগ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির শিক্ষার্থীদের ৯০জন অভিভাবক নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আশা নড়াইল জেলার সিনিয়র জেলা ব্যবস্থাপক মোঃ শফিকুর রহমান। আরোও বক্তব্য দেন শেখহাটি তপনভাগ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজম আলী খান, বিদ্যালয়ের সভাপতি রুহুল আমিন, শিক্ষা অফিসার আলাল গাজী, আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ জুলমত আলী,শেখহাটি পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই জয়নাল আবেদীন প্রমুখ।
আশা’র কর্মকর্তারা বক্তব্যে বলেন, ২০১১ সালে থেকে আশা শিক্ষা কর্মসূচীর মাধ্যমে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ করে আসছে। এ বিদ্যালয়ের ৯০ জন শিক্ষার্থীর টিউশন ফিস প্রদান করে আসছে। সারা দেশে শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে পাঠদান কেন্দ্র ও মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে ও ঝরে পড়া রোধে কর্মসূচী হাতে নিয়েছে। এতে হতদরিদ্র শিক্ষার্থীরা শিক্ষা উপকরণ সহ টিউশন ফিস সুবিধা পাচ্ছে।
নড়াইলে অভিভাবকদের মতবিনিময় সভা
Leave a comment