নড়াইল প্রতিনিধি : নড়াইলে আইডিইবি (ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জনিয়ার্স, বাংলাদেশ)’র ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণ প্রকৌশল দিবস উপলক্ষে র্যালি, কেক কাটা ও আলোচনা সভা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আইডিইবি নড়াইল জেলা শাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর কবীর। সাধারণ সম্পাদক বিএম রমিচ উর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নড়াইল টিটিসি’র অধ্যক্ষ প্রকৌশলী আবুল বাসার আল মামুন সিদ্দিকী, নাসরিন সুলতানা, এমএম আমিনুল হাসান মিঠু, মোঃ আশিক এলাহী, মোঃ রবিউল ইসলাম র”বেল, প্রকৌশলী সুকুমার বিশ্বাস, সেলিম রেজা, প্রশান্ত কুমার, স্বপন বিশ্বাস, সাজ্জাদ হোসেন প্রমুখ।