হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল : নড়াইলে জাতীয় পর্যায়ে শিশু কিশোরদের ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে কনফারেন্স রুমে সোমবার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক আরাফাত হুসাইন।
ইসলামিক ফাউন্ডেশন নড়াইল জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা ইমাম সমিতির সভাপতি মাওঃ ওয়াকিউজ্জামান। আরোও বক্তব্য দেন জেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা জাকারিয়া, মহিলা মাদরাসার সহকারি শিক্ষক নার্গিস বেগম।
এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল সদও, লোহাগড়া ও কালিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সুপার, শিক্ষক শিক্ষার্থী সহ ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারীরা।উল্লেখ্য, জাতীয় পর্যায়ে শিশু কিশোরদের ৭ টি বিষয়ে দুটি গ্রুপে বিজয়ীদের মাঝে পুরস্কার ও যাতায়াত ভাতা প্রদান করা হয়।