নড়াইল প্রতিনিধি: নড়াইলে বিনা মুল্যে ধান ও সবজি বীজ বিতরন কর্মসুচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে নড়াইল সদর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে অফিস চত্ত্বরে এ কর্মসুচির আয়োজন করা হয়। চলতি বছরে রবি মৌসুমে বোরো ধানের হাইব্রিড বীজ ব্যাবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রনোদনা কর্মসুচির আওতায় ক্ষুদ্র ও প্রন্তিক কৃষকের মাঝে এ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার রোকনুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারি কৃষি অফিসার সুকান্ত রায়, শামিমা আক্তার ,বিএম শাকিল প্রমুখ। এ সময় জানানো হয় নড়াইল সদর উপজেলায় ৭ হাজার ৫শ কৃষকের মাঝে প্রত্যেককে ২ কেজি করে ব্যাবিলন -২ প্রজাতির উন্নতজাতের হাইব্রিড ধানের বীজ দেয়া হবে।