হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল : নড়াইলে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিদেশ ভ্রমনের অভিযোগ উঠেছে।
প্রাপ্ত অভিযোগে জানা গেছে, নড়াইল সদর উপজেলার ৩৭ নং বেতেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা দিপীকা বিশ্বাস কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ভারত ভ্রমন করে দেশে ফিরেছেন। গত অক্টোবর মাসে দূর্গাপূজার ৯ দিনের সরকারি ছুটির আগে তিনি ১৭ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ৩ দিনের নৈমিত্তিক ছুটি নেন। ওই ছুটি নিয়ে তিনি সরকারি ছুটির সাথে মিলিয়ে মোট ১২ দিন ভারতে কাটিয়ে আসেন।
বেতেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্নিগ্ধা বিশ্বাসের নিকট জানতে চাইলে তিনি জানান, সহকারী শিক্ষিকা দিপীকা বিশ্বাস একটি বিয়ে অনুষ্ঠানের কথা বলে তিনদিনের নৈমিত্তিক ছুটি নিয়েছেন।
গত ২০ নভেম্বর এ বিষয়ে সহকারী শিক্ষিকা দিপীকা বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি বিদেশ ভ্রমনের বিষয়টি অস্বীকার করলেও ছুটি নেয়া সময়কালিন কোথায় ছিলেন সে ব্যাপারে কোন সন্তোষজনক জবাব দিতে পারেননি।
অভিযোগ রয়েছে প্রধান শিক্ষকের সাথে তার সখ্যতা থাকায় দু’জনেই স্কুল ফাঁকি দেন। কেউই সময় মত স্কুলে গমনাগমন করেন না।
এ অভিযোগের বিষয়ে সহকারী থানা শিক্ষা অফিসার গোলাম রব্বানীর কাছে জানতে চাইলে তিনি জানান, শিক্ষিকা দিপীকা বিশ্বাসের বিদেশ ভ্রমনের বিষয়ে অফিসিয়ালি কেউ কিছু জানেন না।
নড়াইলে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সরকারি চাকুরীজীবীর বিদেশ ভ্রমন
Leave a comment