নড়াইল প্রতিনিধি : নড়াইলে সাংবাদিকদের নামে চাঁদাবাজি মামলা দেয়া খোকন হুজুর সংবাদ সম্মেলন করেছেন। সোমবার দুপুরে নড়াইল সদর উপজেলার আগদিয়া গ্রামে নিজ বাড়ির পাশের মাদরাসায় সংবাদ সম্মেলন করে আব্দুর রউফ ওরফে খোকন হুজুর নিজেকে নির্দোষ দাবি করে বলেন দীর্ঘ ২৬ বছর যাবত তিনি নিজ বাড়িন আঙ্গিনায় বসে আয়ুর্বেদিক চিকিৎসা ও দোয়া তবিজ দিয়ে আসছেন। এলাকায় অনেক সুনাম রয়েছে। ভালো কাজ হয়,তাই বিভিন্ন এলাকা হতে তার নিকট মানুষ যায়। গত ১৩ জানুয়ারি তার নিকট গিয়ে ৩ ব্যক্তি নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে সংবাদ প্রকাশের ভয় দেন। ভন্ড হুজুর বলে খারাপ আচরন করেন। এমনকি বিভিন্ন এলাকা হতে সেবা নিতে আসা রোগিদের সাথে খারাপ ব্যবহার করেন। এসময় স্থানীয় ও বিভিন্ন এলাকা হকে আসা লোকজনের সাথে তাদের বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে তার সুকৌশলে চাঁদা দাবি করে। দিতে অস্বিকার করলে তারা উত্তেজিত হয়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতি হয়। লোকজন তাদের মারপিট করে পুলিশে দেয়। এ ঘটনায় ওই দিন ১৩ জানুয়ারি বিকেলে নড়াইল সদর থানায় মামলা করা হয়। মামলার আসামীরা হলেন নড়াইল পৌরসভার ভওয়াখালি এলাকার রফিকুল (৪০),জেলার লোহাগড়া উপজেলার সাংবাদিক মনির খান (৫৫) ও সাংবাদিক রইস উদ্দিন টিপু (৫৫)। এদিকে চাঁদাবাজি মামলার আসামী হওয়া সাংবাদিকরা জানান,তারা নিউজ করার জন্য তথ্য সংগ্রহ করতে গিয়েছিলেন। খোকন হুজুর তাদের মিথ্যা অপবাদ দিয়ে মারপিট করেছেন এবং মামলা দিয়েছেন। তারাও খোকন হুজুরের বিরূদ্ধে মামলা করেছেন বলে জানান।