হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল : নড়াইলে ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের পরিকল্পনা গ্রহন ও মূল্যায়ন সভা হয়েছে।
সোমবার ( ৩ জুন) সকালে নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর‘র হলরুমে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চেীধুরী। সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর‘র উপ-পরিচালক মো: আশেক পারভেজ। কি নোট স্পিকার ছিলেন ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মণি। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর‘র অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মো: জাহিদুল ইসলাম বিশ্বাস, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো: ফরিদুজ্জামান, নড়াইল সদর উপজেলা কৃষি অফিসার মো: রোকনুজ্জামান প্রমুখ।
নড়াইলে জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের সভা
Leave a comment