হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল : নড়াইলের মধুরগাতীতে ২ জেলার সমন্বিত আইনশৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। নড়াইল সদর উপজেলার মধুরগাতী গ্রামে সোমবার (৩ ফেব্রুয়ারি) ২ জেলার সীমান্তবর্তী এলাকার পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদক. চুরি ও সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধে সর্বোচ্চ হশিয়ারি দেয়া হয়। নড়াইল ও যশোরের সীমান্ত এলাকার নড়াইল সদর উপজেলার মধুরগাতী গ্রামে অনুষ্টিত এ সভায় সভাপতিত্ব করেন বিছালী ইউপি চেয়ারম্যান মো: হেমায়েত হুসাইন ফারুক।
সভায় বক্তব্য দেন নড়াইল সদর থানার ওসি ( তদন্ত) জামিল হোসেন, নড়াইল জেলা বিএনপির সহ-সভাপতি অশোক কুমার কুন্ডু, যশোর জেলার শুভরাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামাত নেতা মাওলানা জহিরুল ইসলাম, বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়্যেবুর রহমান, বিছালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির মশিয়ার রহমান, বিএনপি নেতা মফিজ মাষ্টার, বিছালী ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাসরাত কাজী, সাধারণ সম্পাদক আব্দুল আলিম সহ সীমান্ত এলাকার নড়াইল ও যশোর জেলার তিনটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ।
সন্ত্রাসী তৎপরতা এবং মাদক ও চুরি প্রতিরোধে এ সভায় বক্তব্যদান কালে নড়াইল সদর উপজেলার বিছালী ইউপি চেয়ারম্যান মো: হেমায়েত হুসাইন ফারুক বলেন, মধুরগাতী গ্রামে মাদক ভয়াবহ আকার ধারন করেছে। সেই সাথে আশংকাজনক হাওে চুরি বেড়েছে। গত ১৫ দিনে কমপক্ষে ১৭টি চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র শ্যালো মেশিন,পানির মোটর সহ বিভিন্ন ধরনের কৃষি উপকরণ চুরি করে কৃষকদের ঘুম হারাম করে দিয়েছে। তিনি চুরি,মাদক ব্যবসা ও সন্ত্রাসী তৎপরতা বন্ধে পুলিশ প্রশাসন,সাংবাদিক ও সাধারণ জনগনের সহযোগিতা কামনা করেন। সভায় তিনি ঘোষনা দেন চুরিতে ক্ষতিগ্রস্থদের সকল মালামাল ফেরত এনে দেয়ার সর্বাত্নক চেষ্টা করবেন। প্রয়োজনে ব্যক্তিগত অর্থে ক্ষতিগ্রস্থদের মালামাল কিনে দিবেন। তাছাড়া মাদক ব্যবসায়ীকে ধরে দিলে ১০ হাজার টাকা ও মাদকসেবিকে ধরে দিলে ২ হাজার টাকা পুরস্কার দিবেন।