হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল : নড়াইলে পূর্ব শত্রুতার জের ধরে মাইজপাড়া ইউনিয়ন পরিষদ’র সাবেক সদস্য সবুর ভুইয়া ও তার ছেলে সজীব ভুইয়াকে বেদম মারপিট করে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় মারাত্নক আহত নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বোড়ামারা গ্রামের সবুর ভুইয়া নড়াইল আধুনিক সদর হাসপতালে চিকিৎসাধীন রয়েছেন। তার ছেলে সজীব ভুইয়া নড়াইল সদর হাসপাতাল হতে চিকিৎসা নিয়ে চরম অসুস্থ অবস্থায় বাড়িতে আছেন। বাড়িতেই তার চিকিৎসা চলছে।
শনিবার (২৯ মার্চ) দুপুরের দিকে নড়াইল সদর হাসপাতালে গিয়ে দেখা যায় ১৪ নং বেডে শুয়ে কাতরাচ্ছেন মারাত্নক আহত বোড়ামারা গ্রামের সবুর ভুইয়া। তিনি বলেন ২১ মার্চ রাত সাড়ে ১০টার দিকে তার ছেলে ইজিবাইক চালক সজীব ভুইয়া (২৫) বাড়িতে ফিরছিলেন। বাড়ি ফেরার সময় তাকে ডেকে নিয়ে যায় একই গ্রামের আলী মিয়ার ছেলে জাকারিয়া। ডেকে নিয়ে চোর অপবাদ দিয়ে তাকে বেদম মারপিট করে। প্রায় সারা রাত তাকে শারীরিক ভাবে নির্যাতন করে। নিমর্ম নির্যাতনে সজীব অচেতন হয়ে পড়ে। মৃত ভেবে তারা সজীবকে নিয়ে তাদের বাড়ির পাশে রেখে আসে। সজীবের পরিবারের লোকজন তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে নড়াইল সদর হাসপতালে এনে চিকিৎসা দেয়। এ ঘটনায় নড়াইল সদর থানায় লিখিত অভিযোগ দেয়ায় আসামীরা আরোও ক্ষিপ্ত হয়ে উঠে। তারা ২৬ মার্চ রাতে মাইজপাড়া বাজারে সবুর ভুইয়ার হোটেলের পাশে ওৎ পেতে থাকে। রাত সাড়ে ৯টার দিকে সবুর ভুইয়া হোটেল বন্ধ করে বাড়ি আসার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় কোন কিছু বুঝে উঠার আগেই দেশিয় অস্ত্র নিয়ে তার উপর সশস্ত্র হামলা চালায়। হামলাকারিরা তাকে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে মারাত্নক রক্তাক্ত জখম করে। এ ঘটনায় আহত সবুর ভুইয়া আবারও নড়াইল সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আসামীরা হলেন বোড়ামারা গ্রামের আলী হোসেন (৫৫), মোস্ত মুন্সী (৫৯), গোলাম রসুল মুন্সী(৫০),আজিজার মোল্যা(৬৫),লিমন মোল্যা(২২),ওহিদুর মোল্যা(৪০), বক্কার মোল্যা(৪৫) সহ আরোও অনেকে।
এদিকে সজীবকে মারপিটের ঘটনায় থানায় অভিযোগ দেয়ার পর বিষয়টি মিমাংসার জন্য দু’পক্ষকে ২৭ মার্চ থানায় উপস্থিত থাকতে বলা হয়। এরই মধ্যে ২৬ মার্চ রাতে সন্ত্রাসীরা আবার সবুর ভুইয়ার উপর হামলা চালায়। সবুর ভুইয়াকে মারপিট করার পর পুলিশী গ্রেফতার এড়াতে আলী মিয়া নিজেই এসে আবার হাসপতালে ভর্তি হয়েছেন। তার এহেন কৌশলী কর্মকান্ডে এলাকায় সমালোচনার ঝড় বইছে।
অনুসন্ধানে জানা যায়, সবুর ভুইয়া ও আলী মিয়া’র মধ্যে দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব ফ্যাসাদ চলে আসছে। তাদের মধ্যে আগে থেকেই একাধিক মামলা চলমান রয়েছে। পরপর এতোবড় দু’টি ঘটনা ঘটানোর পরও আলী মিয়া’র লোকজন এলাকায় নিয়মিত সশস্ত্র মহড়া দিচ্ছে। এতে করে এলাকায় আকংক বিরাজ করছে। সবুর ভুইয়া,তার ছেলে সজীব ভুইয়া সহ পরিবারের লোকজন অজানা আতংকে আছেন। নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।