নড়াইল সদর প্রতিনিধি : শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জামায়াত-বিএনপির সকল ষড়যন্ত্র নৈরাজ্য রুখে দিতে বাংলাদেশ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা করে। বৃহস্পতিবার বিকাল ৫টায় বিক্ষোভ মিছিলটি নড়াইলের মুচিরপোল থেকে শুরু করে রুপগঞ্জ বঙ্গবন্ধু চত্ত্বরে এসে শেষ হয়। মিছিলটি শেষ করে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জল বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। সময়টা খারাপ। এ সময় আগামী দুর্গাপূজায় হিন্দু ধর্মাবলম্বীদের জানমালের নিরাপত্তা রক্ষায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি অন্য ধর্মাবলম্বীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত যাতে হিন্দু ধর্মাবলম্বীদের উপর কোন ধরনের আঘাত হানতে না পারে। রাজনৈতিক, সাম্প্রদায়িক, জঙ্গিবাদী, দুর্বৃত্তরা এ ধরনের ঘটনা ঘটাতে পারে। কাজেই এবার বেশি করে সতর্ক থাকতে হবে। শারদীয় দুর্গোৎসবে হিন্দু ভাই-বোনদের পাশে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের থাকতে হবে। দুর্গাপূজায় মন্ডপ, হিন্দুদের বাড়িঘর, মন্দির যাতে অশুভ শক্তি ক্ষতি করতে না পারে, সেজন্য সবাইকে আহ্বান জানান। হিন্দুদের পাশে দাঁড়াতে হবে। তাদের জীবনের, সম্পদের, বাড়িঘরের, মন্দিরের, মন্ডপের নিরাপত্তা দিতে হবে। জনগণকেও সতর্ক থাকতে হবে। খুব স্পর্শকাতর সময়। তিন মাস পর জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন সামনে রেখে অশুভ শক্তির নানা খেলা খেলতে পারে। গত নির্বাচনে ড. কামাল হোসেনকে নিয়ে বিএনপি নির্বাচনের বিরুদ্ধে নিজেদের অশুভ তান্ডব চালিয়েছিলো। এবারও নোবেল বিজয়ী ইউনূসকে ইস্যু করে মাঠে নামতে চায়। তাই আমাদের সকলকে সদা দৃষ্টি রাখতে হবে, যাতে বাংলাদেশের উন্নয়নের পথে যেন স্বাধীনতা বিরোধীরা কোন ধরনের আঘাত হানতেন না পারে। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগসহ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।