হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল : নড়াইলের কালিয়ায় এবাদত মোল্যা (৩০) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে অজ্ঞান করে টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যবসায়ীকে প্রথমে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার রাতে উপজেলার নড়াগাতি থানার বাঐসোনা গ্রামে এ ঘটনা ঘটে। এবাদত বাঐসোনা বড়ঘাট বাজারের একজন ব্যবসায়ী এবং বাঐসোনা গ্রামের মৃত মতিয়ার রহমান মোল্যার ছেলে।
এবাদতের চাচাতো ভাই রিজাউল মোল্যা অভিযোগ করে বলেন, প্রতিদিনের মত বেচাকেনা শেষে বুধবার রাত সাড়ে ৯ টার দিকে টাকা নিয়ে বাঐসোনা-পদ্মবিলা সড়ক দিয়ে বাড়িতে ফিরছিল। তখন অজ্ঞাতনামা দূবৃত্তরা তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে অজ্ঞান করে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে স্বজনরা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে এবাদতের জ্ঞান না ফেরায় ছিনতাইকৃত টাকার পরিমান জানা যায়নি।
নড়াগাতি থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান টাকা ছিনতাইয়ের সত্যতা অস্বীকার করে বলেন, পুর্ব আক্রোশ বশত কেউ ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নড়াইলে ব্যবসায়ীর টাকা ছিনতাই

Leave a comment