নড়াইল প্রতিনিধি : নড়াইলে রোগি কল্যাণ সমিতির সাধারণ সভা হয়েছে। সোমবার সকালে নড়াইল সদর হাসপাতালে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: আব্দুল গাফফার। বক্তব্য দেন নড়াইল সদর হাসপাতালের সহকারি পরিচালক ও বিএমএ নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক ডা: মুন্সী আসাদ উজ জামান টনি,আরএমও ডা: সুজল কুমার বকসী, রোগি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও সমাজসেবা কর্মকর্তা তমা রায়, সহ-সভাপতি আজাহার মোল্যা, সমিতির আজীবন সদস্য এড. মুন্সী শাহীন উল্লাহ মোহন, সৈয়দ তাকিউর রহমান, সাংবাদিক হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল পৌরসভার কাউন্সিলর রেজাউল বিশ্বাস, আজীবন ও দাতা সদস্য লিয়াকত হোসেন মোল্যা প্রমুখ।