হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল : নড়াইলে শান্তিপূর্ণ পরিবেশে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই কালী পূজা সম্পন্ন হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যা আরতির মধ্যে দিয়ে পূজা জমজমাট হয়ে ওঠে। রাত বাড়ার সাথে সাথে পূজার বিভিন্ন আনুষ্ঠানিকতা ও নাচে গানে মেতে ওঠে পূজারী ও বিনোদনপ্রিয় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন বয়সী নারী-পুরুষ। বিশেষ করে নড়াইল সদরের মুলিয়া বেনাহাটি দেবীপুর মাইজপাড়া কমলাপুর গোবরা মির্জাপুর ও নড়াইল পৌরসভার কাকলি সংঘের কালী পূজার জমজমাট আনন্দময় মুহূর্ত ছিল চোখে পড়ার মতো। বেণাহাটি কালী পূজার নেতৃত্ব দেন ওই এলাকার বিশিষ্ট সমাজসেবক বিলেত ফেরত সর্বেশ্বর গোস্বামী। তিনি এক প্রতিক্রিয়ায় বলেন এলাকার মানুষের মধ্যে বৈষম্যহীনতা সৃষ্টির লক্ষ্যে পূজা মন্ডপে সবাইকে অবাধ বিচরণের সুযোগ দিয়ে গান বজনা সহ
বিভিন্ন অনুষ্ঠানাদির আয়োজন করা হয়। এ আয়োজন এর অন্যতম উদ্দেশ্য ছিল এলাকার মানুষের মধ্যে পারস্পারিক সম্প্রীতি আরো সমুন্নত করা।
নড়াইল শহরের কুড়িগ্রাম কাকলি সংঘের সাধারণ সম্পাদক পার্থরাহা বলেন নড়াইল জেলার সর্বত্র অত্যন্ত সুষ্ঠু সুন্দর পরিবেশে কালী পূজা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছর কাকলি সংঘ সহ জেলার প্রতিটি গ্রামে ও মহল্লায় ধুমধামে এ পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। কাকলি সংঘের সভাপতি ডাক্তার নিহার বিশ্বাস বলেন নড়াইল জেলা সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম একটি শান্তিপ্রিয় জেলা। এখানকার মানুষ খুবই শান্তিপ্রিয়। সকল ধর্ম বর্ণের মানুষ মিলে মিশে একাকার হয়ে প্রতিটি ধর্মীয় উৎসব পালন করে। প্রতিবারের ন্যায় এবারও কালী পূজাতে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে মহামিলন মেলার সৃষ্টি হয়। এতে জেলা ব্যাপী আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। ভবিষ্যতে এই পরিবেশ ধরে রাখার জন্য তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
নড়াইলে শান্তিপূর্ণ পরিবেশে কালী পূজা অনুষ্ঠিত
Leave a comment