
নড়াইল প্রতিনিধি : নড়াইলে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরূদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। ষড়যন্ত্রের শিকার ওই শিক্ষক হলেন নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বোড়ামারা গ্রামের তরিকুল ইসলাম। তিনি সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের কেডিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। প্রধান শিক্ষক না থাকায় তিনি চলতি বছরের আগষ্ট মাস হতে ভারপ্রাপ্ত প্রধানের দ্বায়িত্ব পান। সততা ও নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালন করতে গিয়ে তিনি অন্যান্য শিক্ষকদের সময় মত বিদ্যালয়ে আসা যাওয়ার ব্যাপারে তৎপর হন। শ্রেণিপাঠ কার্যক্রমে ফাঁকিবাজি বন্ধের চেষ্টা করেন। বিদ্যালয়ে অহেতুক স্থানীয়দের প্রভাব কমিয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করেন। এতে একজন শিক্ষক ও স্থানীয় একটি চক্র নাখোশ হন। বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী শিক্ষক তরিকুলের ভক্ত। তারা তরিকুলের নিকট প্রাইভেট পড়তে আগ্রহী। এতে ওই শিক্ষক বেশ ক্ষুব্ধ সহকর্মী শিক্ষক তরিকুলের উপর। বিদ্যালয় এলাকার একাধিক শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষক তরিকুলের স্বজনদের দাবি তরকিুল একজন হাজী। তিনি সততার সাথে জীবনযাপন করেন। এ যাবতকালে তার কোন বদনাম নেই। অথচ হঠাৎ করে তার বিরূদ্ধে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। শুধু তাই নয় ওই শিক্ষার্থীর পরিবার শিক্ষক তরিকুল ইসলামকে একমাত্র আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। যা ষড়যন্ত্রমুলক।

