নড়াইল প্রতিনিধি : নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে সোমবার দুপুরে নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজের হলরুমে “নেশা ছেড়ে কলম ধরি মাদকমুক্ত জীবন গড়ি, জীবনকে ভালোবাসুন মাদক থেকে দুরে থাকুন” শ্লোগানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য দেন নড়াইল ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রবিউল ইসলাম।