
নড়াইল প্রতিনিধি: নড়াইলের সিনিয়র সাংবাদিক সাথী তালুকদার (৬২) মারা গেছেন (ইন্নালিল্লাহিওয়াইন্নাইলাইহিরাজিউন)। তিনি নড়াইল শহরের মহিষখোলা এলাকার মৃত রতন তালুকদারের ছেলে। রোববার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নামাজে জানাজা শেষে তাকে শহরের আলাদাতপুরস্থ নড়াইল পৌর কবরস্থানে দাফন করা হয়। শনিবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধিন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণাগ্রহী রয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে সাংবাদিক সাথী তালুকদার হার্ট অ্যাটাকে আক্রান্ত হন । ওই রাতে তাকে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে ভর্তি করা হয়। শনিবার বিকেলে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সাংবাদিক সাথী তালুকদারের মৃত্যুতে নড়াইল জেলা রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি হুমায়ুন কবীর রিন্টু , সহ-সভাপতি শাহীদুল ইসলাম শাহী, সাধারণ সম্পাদক মাসুৃমার রহমান মাসুম, কোষাধ্যক্ষ শেখ ফসিয়ার রহমান, নির্বাহী সদস্য শেখ ইকবাল হোসেন সহ অত্র সংগঠনের সাংবাদিকবৃন্দ ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেছেন।

