হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল : নড়াইল পৌরসভার ২০২৪-২০২৫ইং অর্থ বছরের ৮১ কোটি ৮১ লাখ ৮১ হাজার ৮শ ৮১ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। নড়াইল পৌরসভা‘র আয়োজনে রোববার (৩০ জুন) দুপুরে পৌরসভা ভবনে হলরুমে বাজেট ঘোষনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা। এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন নড়াইল জেলা আওয়ামী লীগের স্ধাারণ সম্পাদক মো: নিজাম উদ্দিন খান নিলু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ আলী, বীরমুক্তিযোদ্ধা মাসুদ হাসান, নড়াইল পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুন্ডু. নড়াইল পৌরসভার প্যানেল মেয়র-১ কাজী জহিরুল হক, নড়াইল পৌরসভার সচিব ওহাবুল আলম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন হিসাব রক্ষক সাইফুজ্জামান জামান, প্যানেল মেয়র-২ রেজাউল বিশ্বাস, অন্যান্য কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, পৌরসভার বিভিন্ন শ্রেনির নাগরিক।