
বিজ্ঞপ্তি : নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা শাখার এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানি ও ব্লাকমেইলের প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার দুপুর সাড়ে ১২ টায় খুলনার শিববাড়ি মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানি করা, ব্লাকমেইল করা, অর্থ ও অনৈতিক সম্পর্কের জন্য হুমকি দেওয়াসহ নানা অভিযোগ রয়েছে এক টিভি সাংবাদিকের বিরুদ্ধে। এছাড়াও তার বিরুদ্ধে পর্নোগ্রাফি আইন, প্রতারণাসহ বিভিন্ন মামলা চলমান। এমনকি বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে খুলনা প্রেসক্লাবেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এই সাংবাদিককে।
তার বিরুদ্ধে প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে এমন ঘটনা আরো ঘটবে। এসময় সেই সাংবাদিকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা।
মানববন্ধনে শিক্ষার্থীরা দাবি করেন, সম্প্রতি নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার রেজিস্ট্রার ড. মো. শাহ আলমের বিরুদ্ধে যে যৌন হয়রানির মিথ্যা ও বানোয়াট সংবাদ দেশ টিভিতে প্রচারিত হয়েছে তা অপসাংবাদিকতা। ঐ সংবাদকর্মী সম্পূর্ণ ব্যক্তিগত আক্রোশের জায়গা থেকে অপসাংবাদিকতা করছেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এসব নিয়ে জিডিও করা হয়েছে। মানববন্ধনে বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।