অপরাজিতাদের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের সংলাপে
জন্মভূমি রিপোর্ট : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি বলেছেন, অর্থনৈতিক ও সামাজিক ভিত্তি মজবুত না হলে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হবে না। এ জন্য সংগ্রামের বিকল্প নেই। নারীরা কোন ক্ষেত্রেই পিছিয়ে নেই। তাদের সংগ্রাম করেই রাজনীতিতে যোগ্য আসন ছিনিয়ে নিতে হবে। সততা এবং কর্মনিষ্ঠা থাকলে নারীরা শিগগিরই রাজনীতিতে তাদের যথাযোগ্য অসন পাবেন এই বিশ্বাস রেখে সামনে এগিয়ে চলতে হবে। শনিবার বিভাগীয় পর্যায়ের অপরাজিতদের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।
খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে সভাটি বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বিভাগীয় অপরাজিতা নেটওয়ার্কের সভাপতি ও বাগেরহাট উপজেলার ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু, বাগেরহাট বিএনপি’র সদস্য সচিব শেখ মোজাফ্ফর রহমান আলম, খুলনা জেলা বিএনপি নেতা আব্দুর রশীদ, জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক দেলোয়ার উদ্দিন দুলু। সিনিয়র অপরাজিতাদের মধ্যে বক্তৃতা করেন বাগেরহাট জেলা অপরাজিতা নেটওয়ার্কের সভাপতি এ্যাড. শরীফা হেমায়েত, বিভাগীয় অপরাজিতা নেটওয়ার্কের এ্যাড. তাছলিমা খাতুন ছন্দা, এ্যাড. সেলিনা আক্তার পিয়া। উপস্থিত ছিলেন খুলনা জেলা অপরাজিতা নেটওয়ার্কের সভাপতি ফারজানা ফেরদৌস নিশা। মুক্ত আলোচনায় অংশ নেন রামপাল উপজেলার ভাইস চেয়ারম্যান হোসনে আরা মিলি, মোংলা উপজেলার ভাইস চেয়ারম্যান কামরুন নাহার হাই, বটিয়াঘাটা উপজেলার ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, ইউপি চেয়ারম্যান নাজিনা বেগম নারজিনা, মোসাঃ সুলতানা পারভীন, তানিয়া খানম, হোসনেয়ারা চম্পা, এ্যাড. লুনা সিদ্দিকী, অর্পা মল্লিক, রোকসানা পারভীন, সাহিদা ইসলাম নয়ন, আফরোজা খানম, মোছাঃ নাসিমা কবীর, মাধুরী সরকার, গায়ত্রী বিশ্বাস, শাহনাজ ইসলাম, রহিমা খাতুন, এ্যাড. পপি ব্যাণার্জী, রাবেয়া সুলতানা প্রমূখ। খুলনা জেলা অপরাজিতা নেটওয়ার্কের সম্পাদক আকলিমা খাতুন তুলির সঞ্চালনায় স্বাগত বক্তৃতা করেন অপরাজিতা প্রকল্পের সমন্বয়কারী সুবল ঘোষ টুটুল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বটিয়াঘাটা উপজেলা অপরাজিতা নেটওয়ার্কের সভাপতি বুলু রায় গাঙ্গুলী। মুক্ত আলোচনার সারসংক্ষেপ উপস্থাপন করেন শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির।
উল্লেখ্য, সুইজারল্যান্ডের সহায়তায় ও হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন তত্ত্বাবধানে রূপান্তর খুলনা ও বাগেরহাট জেলার ১১টি উপজেলার ৮৪টি ইউনিয়নে ‘অপরাজিতা: নারীর রাজনৈতিক ক্ষমতায়ন’ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটি স্থানীয় সরকারের নির্বাচিত নারী প্রতিনিধি তথা নির্বাচনে আগ্রহী নারী নেত্রীদের দক্ষতা উন্নয়ন, বিষয়ভিত্তিক প্রশিক্ষণ এবং স্থানীয় ও জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সংলাপ সহ নারীর রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে বিভিন্ন্ন কর্মকান্ড পরিচালনা করছে। অপরাজিতারা নারীদের অর্থনৈতিক উন্নয়নে ও এসডিজি অর্জনে কাজ করছেন।