তালা প্রতিনিধি : সাতক্ষীরা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য সচিব ও চ্যানেল ২৪ এর সাতক্ষীরা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না পেশাগত দায়িত্ব পালনকালে লাঞ্ছিত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তালা প্রেসক্লাব। বিবৃতিদাতারা হলেন তালা প্রেসক্লাবের আহবায়ক এম এ হাকিম, যুগ্ন-আহবায়ক গাজী সুলতান আহম্মেদ, গাজী জাহিদুর রহমান, এম এ ফয়সাল, সদস্য সেলিম হায়দার, রোকনুজ্জামান টিপু, শফিকুল ইসলাম শফি, জাহাঙ্গীর হোসেন, এস এম লিয়াকত হোনেস, সব্যসাচী মজুমদার বাপ্পী,অর্জুন বিশ্বাস, সেকেন্দার আবু জাফর বাবু, খলিলুর রহমান লিথু,নূর ইসলাম,ইলিয়াস হোসেন, প্রভাষক ইয়াছিন আলী, আসাদুজ্জামান রাজু,কাজী আরিফুল হক ভুলু, খলিলুর রহমান,কামরুজ্জামান মিঠু, শিরিনা সুলতানা, আজমল হোসেন জুয়েল, তপন চক্রবর্তী, সুমন রায় গণেশ, এসকে রায়হান, বিল্লাল হোসেন, সন্তোষ ঘোষ, রিয়াদ হোসেন, তাজমুল ইসলাম,সৈয়দ মারুফ,তাপস সরকার, কাজী লিয়াকত হোসেন,মুকুল হোসেন,তরিকুল ইসলাম,কুদ্দুস পাড়, শামিম খান,আছাদুজ্জামান প্রমূখ।
উল্লেখ্য, রোববার সকালে সাতক্ষীরা পাসপোর্ট কার্যালয়ে সংবাদ সংগ্রহ সময় পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক উত্তম দেব নারী সাংবাদিক আমিনা বিলকিস ময়নাকে লাঞ্ছিত করে।