জন্মভূমি ডেস্ক : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নিখোঁজের দু’দিন পর খাল থেকে জেলে বিপুল মণ্ডলের (৪০) লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোরে কোটালীপাড়া-পয়সারহাট খালের গচাপাড়া নামক এলাকা থেকে পুলিশ বিপুলের মরদেহটি উদ্ধার করে। এ সময় জেলে বিপুলের স্ত্রী, সন্তান ও স্বজনদের কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। বিপুলের স্ত্রী মনি মন্ডল স্বামীর লাশ দেখে বারবার মূর্ছা যাচ্ছিলেন।
এর আগে এলাকাবাসী কোটালীপাড়া-পয়সারহাট খালের গচাপাড়া নামক স্থানে ভাসমান অবস্থায় জেলে বিপুলের লাশ দেখতে পেয়ে কোটালীপাড়া থানায় খবর দেয়। খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, উদ্ধারকৃত লাশটি বিপুলের বলে শনাক্ত করেছে তার পরিবার। বিপুল এর আগে দু’বার স্ট্রোক করেছিল বলে তার পরিবার জানিয়েছে।
ধারণা করা হচ্ছে যে মাছ ধরতে গিয়ে স্ট্রোকজনিত কারণে পানিতে পড়ে সে মারা যায়। বিপুলের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশটি ময়নাতদন্ত ছাড়া স্বজনদের দেওয়া হয়েছে।