
জন্মভূমি রিপোর্ট : নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৬। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬’র একটি আভিধানিক দল মাগুরার আলমখালি যাত্রী ছাউনি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলনায় র্যাব-৬ এর সদর দপ্তরে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ আহমেদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ আহমেদ বলেন, র্যাব-৬ এর সদর দপ্তরের গোয়েন্দা শাখা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে- মাগুরা জেলার সদর থানার আলমখালী যাত্রী ছাউনি এলাকায় জঙ্গিসংগঠনের সদস্যরা একত্রে মিলিত হয়ে গোপন বৈঠক করছে। এমন তথ্যের ভিত্তিতে গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে মো. ঈষান হালদার ও মো. আব্দুল করিম নামের ২ জঙ্গি সদস্যকে গ্রেফতার করে। অভিযানের সময় অজ্ঞাত আরো ৩/৪ জন পালিয়ে যায়।
তিনি জানান, গ্রেফতাররা আফগানিস্তানে তালেবানের উত্থানে উদ্বুদ্ধ হয়ে আল কায়েদা মতাদর্শের জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের কার্যক্রম পরিচালনা করে আসছিল। তাদের উভয়ের বিরুদ্ধে ইতিপূর্বে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।