
ক্রীড়া প্রতিবেদক : স্পেনের কিংবদন্তি ফুটবলার লুইস সুয়ারেজ আর নেই। ৮৮ বছর বয়সে ইতালির মিলান শহরে মৃত্যু হয়েছে তার। তিনি ছিলেন ব্যালন ডি’অর জয়ী প্রথম স্প্যানিশ ফুটবলার। সুয়ারেজের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইন্টার মিলান, যে ক্লাবে ক্যারিয়ারের বেশিরভাগ সময় কেটেছে তার। তাকে নিয়ে নেরাজ্জুরিরা লিখেছে, ‘একজন ব্যক্তিক্রমী প্রতিভা এবং ইন্টারের বড় ভক্ত। বিখ্যাত ইন্টারের ১০ নম্বর জার্সিধারী, যেইনি ইতালি, ইউরোপ এবং বিশ্বের বুকে আমাদের রং ধারণ করেছেন। তুমি যদি না জানো কী করতে হবে, তাহলে বলটা সুয়ারেজকে দাও। চিরবিদায় লুইসিতো। ‘
সুয়ারেজের ক্লাব ক্যারিয়ারের শুরু দেপোর্তিভো দে লা করুনার জার্সিতে। এরপর সাত মৌসুম খেলেছেন বার্সেলোনার হয়ে। এ সময়ে তিনি দুইবার করে লা লিগা এবং কোপা দেল রে’র শিরোপা জেতার স্বাদ পেয়েছেন। ১৯৬০ সালে হাঙ্গেরির কিংবদন্তি ফুটবলার ফেরেঙ্ক পুসকাসকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জিতে নেন সুয়ারেজ। স্প্যানিশ ফুটবলারদের মধ্যে তিনিই প্রথম বিশ্বসেরা ফুটবলারের এই মর্যাদাপূর্ণ পুরস্কার হাতে তোলেন।
১৯৬১ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত ইতালির ফুটবল মাতিয়েছেন সুয়ারেজ। এ সময়ে তিনি খেলেছেন ইন্টার মিলান ও সাম্পাদোরিয়ার জার্সিতে। এর মধ্যে ইন্টারের জার্সিতে তিনি তিন বার ইতালিয়ান চ্যাম্পিয়নশিপ এবং দুইবার ইউরোপিয়ান কাপের শিরোপা জিতেছেন। খেলোয়াড় হিসেবে তার ক্যারিয়ার শেষ হয় সাম্পাদোরিয়ায়। আন্তর্জাতিক ফুটবলেও দারুণ সাফল্য পেয়েছিলেন তিনি। ১৯৬৪ সালে স্পেনের হয়ে জেতেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। জাতীয় দলের জার্সিতে ৩২ ম্যাচ খেলে তিনি গোল করেছিলেন ১৩টি।
খেলোয়াড়ি ক্যারিয়ার শেষে কোচিংয়ে নাম লেখান সুয়ারেজ। ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত তিনি স্পেন অনূর্ধ্ব-২১ দলের কোচ ছিলেন। এরপর ১৯৮৮ থেকে ১৯৯১ সাল পর্যন্ত সামলান স্পেন জাতীয় দলের দায়িত্বও। তার অধীনে ১৯৯০ ইতালি বিশ্বকাপে অংশ নেয় স্পেন।