পাইকগাছা অফিস : পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে আহত অন্তঃসত্ত্বা ফাতেমা (২৭) এর আড়াই মাসের গর্ভের সন্তান নষ্ট হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় একটি বেসরকারি ক্লিনিক এ্যান্ড ডায়গানেস্টিক সেন্টারের আট্রাসোনোগ্রাফ রির্পোটের ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ সন্তান নষ্ট হবার কথা জানান। তবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার জানান, কি কারণে গর্ভের সন্তান নষ্ট হলো সেটা নিশ্চিত হতে ভিকটিমকে গতকাল খুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে ফাতেমা’র স্বামী হারুন শেখ বাদী হয়ে গদাইপুরের পুরাইকাটির কুরমান শেখের দু’ছেলে হযরত শেখ কোনা ও রবিউল শেখের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা থানার এসআই আনজীর হোসেন অভিযান চালিয়ে মামলার ২নং আসামি রবিউল শেখকে গ্রেফতার করে গত শুক্রবার আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করেছেন। জানাগেছে, গত ৮ সেপ্টেম্বর সকালে উপজেলার পুরাইকাটিতে পারিবারিক দ্বন্দ্বের জেরে সুরমান শেখের ছেলে হারুন ও অন্তঃসত্ত্বা বৌমা ফাতেমাকে মারপিট করে আহত করার অভিযোগ উঠে প্রতিবেশি হযরত শেখ (কোনা) ও রবিউল শেখ নামে দু’ভাইয়ের বিরুদ্ধে। মারপিটের পর আহত ফাতেমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় গত ক’দিন ধরে তার রক্তক্ষরণ হচ্ছিল। এবিষয়ে অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, এ মামলার আসামি একজন জেল-হাজতে এবং ১ নং আসামীকে গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে।