পাইকগাছা অফিস : পাইকগাছায় পৌর সদরে আমিরুল ইসলাম কাগজী আইডিয়াল কলেজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় আমিরুল ইসলাম টিসার্স ট্রেনিং কলেজ অডিটরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে কবি-সাংবাদিক, অধ্যাপক ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল হাই শিকদার প্রতিষ্ঠানটির উদ্ভোধন করেন। সভায় সভাপতিত্ব করেন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের (প্রোগাম) ডাইরেক্টর সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী। বিশেষ অতিথি ছিলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, ম্যানেজিং কমিটির সভাপতি ব্যাংকার আব্দুল করিম। অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।