
পাইকগাছা অফিস : পাইকগাছা ১ কেজি গাঁজাসহ ছালাম গাজী (৪২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। আটক ছালাম গাজী পার্শ্ববর্তী সাতক্ষীরা জেলার তালা উপজেলার শাহজাতপুর গ্রামের মনির উদ্দিন গাজীর ছেলে। পুলিশের এ এস আই পলাশ হোসেন গত বৃহস্পতিবার শেষ বিকালে উপজেলার রাড়ুলী ইউনিয়নের ষষ্ঠীতলা বাজার এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ তাকে হাতনাতে আটক করে।
ওসি মো. ওবাইদুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটককৃত ব্যক্তিকে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

